মিমের হাত ধরে নতুন সূচনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৫, ১৬:৩৯
অ- অ+

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সর্বশেষ তাকে ঢাকায় ‘অন্তর্জাল’ এবং কলকাতায় ‘মানুষ’ সিনেমায় দেখা যায়। তারপর আর নতুন সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। চুটিয়ে মন দিয়েছেন সংসারে।

কাজের ফাঁকে অবসর মিললেই দেশ-বিদেশে ঘুরে বেড়ান মিম। সম্প্রতি তিনি স্বামীসহ থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ঘুরে দেশে ফিরেছেন। ফিরেই ‘স্প্লেড’ নামের একটি লাইফস্টাইল ব্র্যান্ডের ১০তম শাখা উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) মিমের হাত হাত ধরে রাজধানীর বসুন্ধরা সিটিতে নতুন এই শো রুমটির যাত্রা শুরু হয়েছে। দুই তরুণের হাত ধরে ‘স্প্লেড’-এর পথচলা শুরু হয়। একে একে এর ১০টি শো রুম ঢাকা ও ঢাকার বাইরে রয়েছে। বর্তমানে সানিউর রহমান সাদ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সোহানুর রহমান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের হাত ধরেই প্রতিষ্ঠানটির শুভ সূচনা হয়েছিল।

এসময় মিম বলেন, ‘যখন আমার সঙ্গে যোগাযোগ করে প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজখবর নিলে বেশ ভালো রিভিউ পাই। এরপর কাজটি করা। আগে স্প্লেড-এ মেয়েদের ড্রেস ছিল না। এখন পাকিস্তানি ড্রেস পাওয়া যাচ্ছে বসুন্ধরায় লেভেল ফাইভের ১০তম শাখায়। স্বল্প মূল্য মানসম্মত জিনিস পাওয়া যায়। প্রতিষ্ঠানটির প্রতি আস্থা রাখা যায়।’

যৌথ ভাবে সাদ ও সোহানুর বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে এমন এক স্টাইল উপহার দেওয়া যা তাদের আত্মবিশ্বাসী ও অনন্যভাবে প্রকাশ করবে। দেশের বিভিন্ন জেলায় শাখা স্থাপনের পাশাপাশি দেশীয় এই ব্র্যান্ডটি দেশের তরুণ প্রজন্মের জন্য বিশাল এক কর্মসংস্থান তৈরি করেছে। স্বল্প মূল্য সবাই তার পছন্দের জিনিস পাচ্ছে আমাদের শো রুমে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
সাতক্ষীরায় পুনরায় ৫টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি
ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: সাদিক কায়েম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা