মিস ইউনিভার্সে ফিলিস্তিনি সুন্দরী নাদিন আয়ুব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৫| আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৮:০১
অ- অ+

বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে ফিলিস্তিন। প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে উঠতে যাচ্ছেন ফিলিস্তিনি তরুণী নাদিন আয়ুব।

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫-এ তিনি ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন।

গত ১৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নাদিন আয়ুব বলেন, প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের হয়ে অংশগ্রহণ করছি আমি। এতে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এটি কেবল একটি খেতাব নয়, বরং সত্য ও অস্তিত্বের প্রতিনিধিত্ব।

তিনি জানান, প্রতিযোগিতার মাধ্যমে তিনি বিশ্ব দরবারে ফিলিস্তিনি নারী ও শিশুদের কণ্ঠস্বরকে আরও জোরালোভাবে তুলে ধরতে চান। নাদিনের মতে, ফিলিস্তিনি নারীরা সংগ্রামের প্রতীকই নন, তারা স্বপ্ন, প্রতিভা, নেতৃত্ব ও পরিবর্তনের অগ্রদূত।

দুবাই ও রামাল্লার মধ্যে বসবাসরত নাদিন আয়ুব ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব জিতেছিলেন। একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা পাঁচে জায়গা করে নেন তিনি।

ফলে এবারের প্রতিযোগিতায় তার অংশগ্রহণ ঘিরে ফিলিস্তিনিদের প্রত্যাশা তুঙ্গে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসন ভাগাগভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি: নজরুল ইসলাম 
স্বৈরাচারের পুনর্জাগরণ ও মৌলবাদ প্রতিহতে ঐক্যের আহ্বান তারেক রহমানের
খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে প্রবীণ হিতৈষী সংঘে দোয়া মাহফিল ও উপহার বিতরণ
মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা