স্বৈরাচারের পুনর্জাগরণ ও মৌলবাদ প্রতিহতে ঐক্যের আহ্বান তারেক রহমানের

বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ ও মৌলবাদ প্রতিহত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে তার দল প্রতিজ্ঞাবদ্ধ।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 'গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকের ভূমিকা ও করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির মিডিয়া সেল অনুষ্ঠানটি আয়োজন করে।
তারেক রহমান বলেন, ‘দেশের মালিকানার দাবিদার এদেশের সব নাগরিক। এই সত্যটা যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতা জন্য একটা অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
উপস্থিত কবি-সাহিত্যিকদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছেন, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরাও আপনাদের মতো প্রতিজ্ঞাবদ্ধ।’
‘আমাদের সঙ্গে হয়তো আপনাদের রাজনৈতিক দর্শন এক নাও হতে পারে। কিন্তু এটি কোনো সমস্যার বিষয় না। এটিকে কেউ দয়া করে সমস্যা হিসেবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সকলে এক।’ বলেন তারেক রহমান।
বাংলাদেশ যেন কোনোদিন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে, সেটি বিএনপির প্রত্যাশা বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কবি-সাহিত্যিকদের কাছে মানবসভ্যতা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ঋণী বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘যুগে যুগে নির্ভীক চিত্তে কবি-সাহিত্যিকরা মুক্তির কথা বলেছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে কবিতা আর দেশাত্মবোধক সঙ্গীত ছিল মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস। স্বাধীনতার পরেও দেশের সব ক্রান্তিলগ্নে কবি-সাহিত্যিকরা আমাদের সচেতন করেছেন।'
(ঢাকাটাইমস/১৭আগস্ট/মোআ)

মন্তব্য করুন