পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ১৮:০৮| আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৮:১৩
অ- অ+

প্রবাসীদের প্রতি দায়িত্বশীল আচরণ ও আন্তরিক সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রবিবার (১৭ আগস্ট) বিকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তাদের উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। বিশেষ করে শ্রমজীবী প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছেন। তাই তাদের সেবায় নিয়োজিত কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা, সৌজন্য ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।’ একইসঙ্গে মিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি বা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা যাবে না। দেশের মান-সম্মান ক্ষুণ্ণ হয়—এমন কাজ থেকে কর্মকর্তাদের অবশ্যই বিরত থাকতে হবে।’

প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন শেষে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি নেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসন ভাগাগভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি: নজরুল ইসলাম 
স্বৈরাচারের পুনর্জাগরণ ও মৌলবাদ প্রতিহতে ঐক্যের আহ্বান তারেক রহমানের
খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে প্রবীণ হিতৈষী সংঘে দোয়া মাহফিল ও উপহার বিতরণ
মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা