গাইবান্ধায় বিকাশ এজেন্ট ও জামায়াত নেতা নজরুলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ১১:১৩| আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১১:১৫
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নজরুল ইসলাম (৩৪)। তিনি উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের মৃত তোফাজ্জল ইসলামের ছেলে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতল গ্রাম ওয়ার্ড সভাপতি ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে শীতল গ্রামের বাগুরার বিলের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম শীতল গ্রাম বাজারে মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। প্রায়ই তিনি দোকানেই রাত কাটাতেন। শনিবার রাতেও দোকানে ছিলেন বলে ধারণা করে পরিবারের সদস্যরা। তবে সকালে বিলের ধারে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার ভাইয়ের বিকাশ ব্যবসার কারণে অনলাইন জুয়াড়ি ও হ্যাকারদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। তারা বারবার টাকা হাতিয়ে নিতে চাইত, কিন্তু আমার ভাই রাজি হয়নি। এ কারণে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। সম্ভবত এ দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়েছে।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই মাঠে নেমেছে।

স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
‘কাগজ’-এর পর জুলফিকারের নতুন সিনেমা, নায়িকা হচ্ছেন রুনা খান
সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যার প্রধান আসামি নীরব গ্রেপ্তার
ফরিদপুর-৪ আসনে খালেদা জিয়ার জন্মদিনে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সহায়তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা