গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৮৫ জন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে। শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে আটজনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন। ফলে এ পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জনে, যার মধ্যে ১০৮ জন শিশু।
বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান হামলার কারণে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছে।
এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিরা। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। শুধু গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ১ হাজার ৯২৪ জন নিহত এবং ১৪ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ওই ঘটনায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এর পরদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
টানা ১৫ মাসেরও বেশি সময় অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দুই মাসেরও কম সময় পর ১৮ মার্চ থেকে ফের পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে আইডিএফ।
এদিকে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন