৬০ কেজি গাঁজাসহ দুই দম্পতি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, ০১:১৬
অ- অ+

রাজধানীর লালবাগ এলাকা থেকে ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার ও নগদ দুই লাখ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শফিক চৌধুরী ও তার স্ত্রী জয়নব আক্তার এবং কবির হোসেন ও তার স্ত্রী মোসা. চাদনী আক্তার।

শনিবার রাতে ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (মিডিয়া)গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় লালবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ২ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারগুলোও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা এনে রাজধানীতে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে সিজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা
'অসম্পূর্ণ সংস্কারে পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে বিপর্যয় অনিবার্য'
এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি, শোকজ প্রত্যাহার
পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যবসা উন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা