চাঁপাইনবাবগঞ্জে আবাসিক মাদরাসায় দুই শিশুশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসায় দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো— রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন ও বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন। তারা দুজনই ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদরাসার ছাত্রী ছিল।
মাদরাসার পরিচালক আশরাফ আলী জানান, শুক্রবার রাতে মাদরাসার ১৩ ছাত্রী একসঙ্গে ঘুমিয়েছিল। এর মধ্যে ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানিয়া ও জামিলা। প্রথমে তারা বমি করতে শুরু করে। পরে দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আলিম বলেন, ভোররাত সাড়ে তিনটার দিকে শিশুশিক্ষার্থী দুজনকে মাদরাসা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে জামিলাকে মৃত অবস্থায় আনা হয়, আর তানিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চিকিৎসক জানান, তানিয়ার পায়ে দাগ ছিল এবং জামিলার শরীরে হলুদভাব দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তে জানা যাবে।’
(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএস)

মন্তব্য করুন