সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৫ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২৫টি দোকান। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কামাল মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলো পুরাতন জাহাজ সংশ্লিষ্ট হওয়ায় ভেতরে থাকা গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় আগুন আরও ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে দোকান মালিকদের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় নেয়। এ কারণে আগুন পুরো মার্কেট গ্রাস করে নেয়।
ব্যবসায়ীরা দাবি করেছেন, এই ঘটনায় অন্তত পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে তাদের বহু বছরের ব্যবসা ও মালামাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন নেভাতে তারা নিজেরাও চেষ্টা করেছেন, তবে সিলিন্ডারের একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে ফায়ার সার্ভিসের সহায়তা ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন