সকাল-বিকাল ট্রাক বিকল, ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১৮:০৭
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় ভোর থেকে দুপুর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকেল সাড়ে চারটার দিকে যানজট কমে ১০ কিলোমিটারে নেমে আসে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর চারটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে শাহবাজপুর এলাকা জুড়ে যানজট দেখা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুহস্পতিবার ভোররাত পৌনে চারটার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের বিশ্বরোড গোলচত্বর এলাকায় বিকল হয়ে যায়। এতে মহাসড়কটিতে এক পাশ দিয়ে যান চলাচল করতে থাকে। সড়ক জুড়ে খানাখন্দের কারণে যান চলাচলে ধীরগতির ফলে একপর্যায়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

ভোর পাঁচটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ট্রাকটির পাশে মাটি দিয়ে যান চলাচলের চেষ্টা করে। কিন্তু সেখান দিয়ে চলাচল করতে গিয়ে চার-পাঁচটি যানবাহন আবার আটকে যায়। পরে পুলিশ সেগুলো রেকার দিয়ে উদ্ধার করে। এসব কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করে। পুলিশ প্রথমে বিকল ট্রাকটি থেকে কিছু বালু অপসারণ করে। একপর্যায়ে সকাল সোয়া নয়টার দিকে রেকার দিয়ে বালুবাহী ট্রাকটি সরিয়ে নিতে সক্ষম হয় তারা। ততক্ষণে সরাইল উপজেলার বেড়তলা থেকে সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়।

এরপর যান চলাচল শুরু হলেও ধীরগতির কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিকেল তিনটার দিকে সরাইলের লালসালু হোটেলের সামনে আরেকটি ট্রাক বিকল হলে আবারও যানজট শুরু হয়।

সংশিষ্ট সূত্র জানায়, বিশ্বরোড মোড় গোল চত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্ত। এসব গর্তে কাদাপানি জমে আছে। এতে দূরপাল্লার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় গিয়ে থেমে যাচ্ছে। এসব গর্ত অতিক্রম করতে গিয়ে পণ্যবাহী যানবাহনকে হিমশিম খেতে হচ্ছে। চলতে হচ্ছে মাত্র এক থেকে পাঁচ কিলোমিটার গতিতে।

ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী ট্রাকচালক আলমগীর ভূইয়া জানান, ভোর চারটা থেকে সেখানে আছেন। সামনের অংশ যেতে আরো অনেক সময় লাগবে বলে তার ধারণা।

বাসচালক রিপন মিয়া বলেন, ‘সিলেট থেকে সরাইল বিশ্বরোডে চলে আসছি তিন ঘণ্টায়, আর জ্যামে আটকে আছি ২ ঘণ্টা ধরে। কুমিল্লা কখন গিয়ে পৌঁছাবো জানি না। এই সড়ক দিয়ে গাড়ি চালাতে একদমই মন চায় না, কিন্তু চালাতে হয়।’

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে ২০ কিলোমিটার যানজট তৈরি হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিকল ট্রাকটি সরানো হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। বিকেল তিনটার দিকে সরাইলের লালসালু হোটেলের সামনে আরেকটি ট্রাক বিকল হলে আবারো যানজট শুরু হয়। বর্তমানে মহাসড়কের ১০ কিলোমিটার পর্যন্ত যানজট আছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণঅভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের সফর আমাদের প্রেরণা জুগিয়েছিল: প্রধান উপদেষ্টা
শেখ হাসিনা সরকারের নজরদারি সরঞ্জাম কেনা খতিয়ে দেখতে কমিটি গঠন
প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে লাইটার জাহাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা