ফরিদপুরে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, ১০:৪৩
অ- অ+

ফরিদপুরে নিষিদ্ধ কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহৃত লাল রং খাবারে মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ‘কাচ্চি ভাইরেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের আলিপুর মোড় নিউমার্কেট এলাকায় জাকারিয়া ম্যানশনের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল এবং কাপড়ে ব্যবহারকৃত লাল রং ব্যবহার করা হচ্ছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশও লক্ষ্য করা গেছে। এসব অপরাধের জন্য নিরাপদ খাদ্য আইনের আওতায় ‘কাচ্চি ভাইরেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, জরিমানা ও অভিযান দেশের নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রচেষ্টার অংশ।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর বাগদানের মাধ্যমে নতুন ইনিংস শুরু, জানুন পাত্রী কে
স্বর্ণ পাচারে জড়িত কেবিন ক্রু রুদাবা সুলতানা সাময়িক বরখাস্ত
‘বেগুন গাছে টমেটো’ চাষে শহিদুল্লাহর চমক, লাভের মুখ দেখছেন কৃষকেরা
খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ছাত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা