তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৫৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয়টি থানার অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।
বুধবার রাতে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে।
তিনি জানান, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো? ইবনে মিজানের সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চার জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে শেরেবাংলা নগর থানা কর্তৃক চার জন গ্রেপ্তার করা হয় ।
অন্যদিকে একই দিন হাতিরঝিল থানা পুলিশ মো. জুয়েল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সকল আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএম)

মন্তব্য করুন