মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১৯:০০
অ- অ+

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

আজ বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিন দিনের এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা।

আজ প্রফেসর ইউনূসকে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা গত সোমবার মালয়েশিয়া সফরে যান। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। সেখানে অধ্যাপক ইউনূসকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাঙ্গলকোটে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলো ইউনিয়ন বিএনপির সম্মেলনে!
এবি ব্যাংক পিএলসি. এবং ফিল্পস লিমিটেড-এর মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর
মন্ত্রী-এমপি-বিচারপতি ও পেশাজীবীদের ফ্ল্যাট-প্লটের কোটা বাতিল
শেখ হাসিনাকে আশ্রয়: ফেরত চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে নিন্দাপত্র জাগপার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা