কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, ১৯:২৭
অ- অ+

কক্সবাজারে জব্দ করা প্রায় ১,৩২২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ আগস্ট) সকালে রামু সেক্টরের ব্যবস্থাপনায় কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে এ মাদক ধ্বংস কার্যক্রম হয়।

বিজিবির তথ্যমতে, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), প্রায় ২৬ কেজি হেরোইন, সাড়ে ৪ কেজি কোকেন, প্রায় ৫৩ কেজি গাঁজা, ৪ কেজি আফিম, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল মদ, ২ বোতল হুইস্কি, ১,৭৯৯ লিটার বাংলা মদ, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট এবং ৮০০ পিস ট্যাবলেট (টার্গেট)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান। তিনি বলেন, 'মাদক বাংলাদেশের সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নীরব ঘাতক। এই ঘাতক নির্মূলে বিজিবি বিশেষ করে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ, হেরোইন ও অন্যান্য মাদক চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে।'

তিনি আরও জানান, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার সফরে এসে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নগুলো মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করেছে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত বছরে কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নগুলো সীমান্ত এলাকা ও আশপাশে পরিচালিত অভিযানে ২,২১৬ কোটি টাকার মাদক জব্দ করেছে। এর মধ্যে ৮৯৫ কোটি টাকার মাদক ও ২,৬৯৩ জন আসামি থানায় হস্তান্তর করা হয় এবং বাকি ১,৩২২ কোটি টাকার মাদক আজ ধ্বংস করা হলো।

অনুষ্ঠানে বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এবং জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম বক্তব্য দেন।

সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও বিজিবি সদস্যরা।

ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়, সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি
জামায়াতে ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না: ডা. তাহের
ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল: নীরব
তিন দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা