জেনেভা ক্যাম্পে আবারও অভিযান, মাদক–ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
এ সময় ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে অভিযানটি পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে—১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. ইয়ামিন, মো. আলামিন ও মো. জামাল।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, গতকাল রাতে একই এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন চিহ্নিত, তালিকাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আজকের অভিযান পরিচালিত হয়। এ সময় দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল ও আজকের অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

মন্তব্য করুন