জেনেভা ক্যাম্পে আবারও অভিযান, মাদক–ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১৯:১৭
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

এ সময় ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে অভিযানটি পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে—১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. ইয়ামিন, মো. আলামিন ও মো. জামাল।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, গতকাল রাতে একই এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন চিহ্নিত, তালিকাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আজকের অভিযান পরিচালিত হয়। এ সময় দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল ও আজকের অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে: মির্জা ফখরুল
রাজনৈতিক দলগুলোর এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করা উচিত: মঞ্জু
সিলেট-৬ আসনে আলোচনায় সাবেক এমপি লেচুর মেয়ে আদিবা
রাজনৈতিক দলগুলোকেও নিজেদের কর্মকাণ্ড পর্যালোচনা করা উচিত: মজিবুর রহমান মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা