কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এডিসি আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১৫:৩৭| আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৬:৩৯
অ- অ+

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তার নাম সুমন রেজা। ডিএমপির প্রটেকশন বিভাগের এই এডিসি বর্তমানে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।

মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারে ছিনতাইকারী ধরতে গিয়ে তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী রেজা-ই আলম দস্তগীর।

জানা গেছে, ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে ধাওয়া দিতে গেলে ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচে দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে চলে যাচ্ছিলো। এ সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁওগামী এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। এই সময় ছিনতাইকারীর সাথে থাকা ছুরিকাঘাতে এডিসি সুমনের ডান হাতের মধ্যমাংশ কেটে যায় এবং ছিনতাইকারী নিজের গলায় ছুরি দিয়ে স্ট্যাব করে দৌড়ে পালিয়ে যায় বিধায় ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ছুরিকাঘাতে আহত এডিসি সুমনকে শাহবাগ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সার্জেন্ট রেজা বলেন, স্যার এখন ভালো আছেন। তার হাত কেটেছে। চিকিৎসা শেষে স্যার বাসায় গেছেন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে চাপাতির মুখে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাই
যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুই জাহাজ, ব্যয় ৯৩৫ কোটি ৭১ লাখ
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ
হারুনকে ‘জ্বিন’ ডাকতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আন্দোলন দমনে ছিল নিয়মিত গোপন বৈঠক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা