আদাবরে চাপাতির মুখে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাই

রাজধানীর আদাবর এলাকায় চাপাতির মুখে কাউসার আলী নামের এক সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ছয়টার দিকে শেখেরটেকের তিন নম্বর রোডে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কাউসার আলী একটি জাতীয় দৈনিকের সংবাদকর্মী। তিনি জানান, রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর এসে সেখান থেকে সিএনজিতে চাচার বাসায় যাচ্ছিলেন। বাসার গেটে পৌঁছেই চারজন দুর্বৃত্তের মুখোমুখি হন তিনি। তাদের মধ্যে দু’জন রিকশা থেকে নেমে মুখ চেপে ধরেন এবং চাপাতি দেখিয়ে ভয় দেখান। বাকিরা রিকশায় বসে ও চালকের ভূমিকায় ছিল।
কাউসার আলী বলেন, ‘তারা হুমকি দেয়— যা আছে সব দিয়ে দাও, না হলে কোপাবো’। ফোন দিতে না চাইলে জোর করে ছিনিয়ে নেয়। মানিব্যাগ দিতে অস্বীকার করলে কোপ দেওয়ার চেষ্টা করে, পরে সেটিও নিয়ে যায়।’
ঘটনার পর তিনি আদাবর থানায় অভিযোগ করেন। অভিযোগটি নিয়ে তদন্ত করছেন পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি জানান, ভোরে ঘটনাটি ঘটার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে সিসিটিভি ফুটেজ দেওয়ার অনুরোধ করা হয়েছে, ফুটেজ পেলে তা বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে।’

মন্তব্য করুন