টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১৬:৪১
অ- অ+

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি সংকেত অমান্য করে গহিন পাহাড়ে পালিয়ে যান।

পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি ৫০ লাখ টাকা। তবে মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টি-টোয়েন্টিতে কোহলিকে পেছনে ফেললেন ওয়ার্নার
ডিএমপির দুই ডিসি ও তিন এসি নতুন দায়িত্বে
দিলারা জামান ও আবুল হায়াতকে নিয়ে ‘বেলা ও বিকেল’
আদালতে কাঁদলেন ছাগলকান্ডের মতিউর, ধৈর্য ধরতে বললেন বিচারক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা