লিটারে ১৯ টাকা কমলো পাম ওয়েলের, দাম কমেনি সয়াবিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১৫:৩১| আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫:৫১
অ- অ+

লিটারপ্রতি পাম ওয়েলের দাম ১৯ টাকা কমানো হয়েছে। এখন থেকে ১৬৯ টাকার পাম ওয়েল প্রতিলিটার বিক্রি হবে ১৫০ ঢাকায়। আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারেও এই দাম সমন্বয় করা হলো। তবে সয়াবিন তেল আগের মতো ১৮৯ টাকা (বোতল) লিটার অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাম ওয়েলের নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট‍্যারিফ কমিশন ভোজ‍্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম ওয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম ওয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, দেশের ভোজ্যতেলের বাজারে ৬০ ভাগ দখল হচ্ছে পাম ওয়েলের। আন্তর্জাতিক বাজারে পাম ওয়েলের দাম কমায় এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সয়াবিনের মূল্য অপরিবর্তিত থাকায় স্থানীয় বাজারে দাম আগের মতোই রয়েছে। এর আগে ১৫ এপ্রিল সয়াবিন ও পাম ওয়েলের দাম বাড়িয়েছিল ব্যবসায়ীরা।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুই জাহাজ, ব্যয় ৯৩৫ কোটি ৭১ লাখ
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ
হারুনকে ‘জ্বিন’ ডাকতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আন্দোলন দমনে ছিল নিয়মিত গোপন বৈঠক
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা