যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান বিধ্বস্ত, আগুনে পুড়ল কয়েকটি বিমান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, ১৫:০০
অ- অ+

যুক্তরাষ্ট্রের মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একাধিক বিমানে আগুন ধরে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, চারজন যাত্রী বহনকারী একক ইঞ্জিনের সোসাটা টিবিএম-৭০০ টার্বোপ্রপ বিমানটি দুপুর ২টার দিকে অবতরণের চেষ্টা করছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রানওয়েতে থাকা কয়েকটি বিমানে ধাক্কা দিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে তা কাছের ঘাসের জমিতেও ছড়িয়ে পড়ে। ক্যালিস্পেল ফায়ার চিফ জে হ্যাগেন বলেন, বিমানটি থেমে যাওয়ার পর যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। দুজন সামান্য আহত হয়ে ঘটনাস্থলেই চিকিৎসা নেন।

এনটিএসবির তথ্যমতে, বিমানটি ওয়াশিংটনের পুলম্যান থেকে উড্ডয়ন করেছিল। ২০১১ সালে নির্মিত এ বিমানটি পুলম্যানভিত্তিক মিটার স্কাই এলএলসির মালিকানাধীন। তবে কোম্পানির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে চাপাতির মুখে সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাই
যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুই জাহাজ, ব্যয় ৯৩৫ কোটি ৭১ লাখ
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ
হারুনকে ‘জ্বিন’ ডাকতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আন্দোলন দমনে ছিল নিয়মিত গোপন বৈঠক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা