তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১০:৩০
অ- অ+

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রিখটার স্কেলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে অন্তত একজন নিহত এবং বহু ভবন ধসে পড়েছে। সোমবার (১১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিন্দিরগি শহরে ঘটে যাওয়া এই ভূমিকম্পের কেন্দ্রস্থলেই ৮১ বছর বয়সী এক নারীকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়, তবে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, কমপক্ষে ১৬টি ভবন ধসে পড়েছে এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কম্পন ইস্তানবুল পর্যন্ত অনুভূত হয়।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এখন পর্যন্ত আর কোনও গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই।

তবে ধ্বংসস্তূপের ছবি থেকে জানা গেছে, সিন্দিরগির বেশ কিছু বড় ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্প সাধারণ ব্যাপার। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিম তুরস্কে ৭.৮ মাত্রার প্রচণ্ড শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়।

কমপক্ষে ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলে মারা যায় আরও ৬ হাজার মানুষ।

সম্প্রতি গত জুলাইয়ের শুরুতে একই অঞ্চলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাতে একজনের মৃত্যু হয় এবং আরও ৬৯ জন আহত হয়।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চানখাঁরপুলে ৬ হত্যাকাণ্ড: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ শুরু
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
‘ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কিনা’: এনসিপি নেতার কথোপকথন ফাঁস
সরকারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা