মিরসরাইয়ে সাংবাদিক আশরাফকে প্রকাশ্যে তুলে নিয়ে হত্যার হুমকি

মিরসরাইয়ে সাংবাদিক আশরাফকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছেন সন্ত্রাসী হিসেবে পরিচিত ও ছিনতাই মামলার আসামি ইকবাল হোসেন ঈমন (২৮)।
রবিবার (১০ আগস্ট) বেলা তিনটার দিকে মিরসরাই পৌর সদরের ফেয়ার কসমেটিকসে প্রকাশ্যে সাংবাদিক আশরাফকে এ হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আশরাফ মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সাংবাদিক আশরাফ বলেন, ‘সম্প্রতি মিঠাছরা বাজারের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি ইকবাল হোসেন মিঠু (৩৫), ইকবাল হোসেন ভূঁইয়া (৩২), ইকবাল হোসেন ইমনদের (২৮) বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিক প্রতিকায় সংবাদ পরিবেশ করায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। ‘গাজীপুরে সাংবাদিক হত্যার স্টাইলে’ সন্ত্রাসী ইকবাল হোসেন ঈমন আজ প্রকাশ্যে আমাকে তুলে নেওয়ার হুমকি দেয়।’
সাংবাদিক আশরাফ জানান, তিনি সাংবাদিকতার শুরু থেকে নির্যাতন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার। নির্যাতিত মানুষের পক্ষে সংবাদ করে আসছেন। এ জন্য তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১০আগস্ট/মোআ)

মন্তব্য করুন