জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর, ফের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পুনরায় তফসিল ঘোষণা করা হয়েছে৷ নতুন তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে। একই দিনে ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে।
রোববার (১০ আগস্ট) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই তফসিল ঘোষণা করেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
নির্বাচন কমিশনার বলেন, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও ২১টি হল সংসদ নির্বাচনের ভোট নেওয়া হবে।
এর আগে ১৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও আচরণবিধি মতামত গ্রহণ, ১৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া হবে আগামী ১৮ ও ১৯ আগস্ট। ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। ২৬ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে ও বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে।
মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট। পরদিন ২৯ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই দিন থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে।
ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘হামলার দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের জাকসুর ভোটার হওয়ার সুযোগ নেই।’ খসড়া ভোটার তালিকায় হামলায় জড়িতদের নাম নেই বলে জানান তিনি।
এর আগে গত ১ মে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে বিচার না হওয়ায় পিছিয়ে যায় নির্বাচনের তারিখ৷ সর্বশেষ গত ৩ আগস্ট বিচার সম্পন্ন করার পর আজ আবার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়৷
(ঢাকাটাইমস/১০আগস্ট/মোআ)

মন্তব্য করুন