নিউইয়র্কে শাকিব-বুবলী, সময় কাটাচ্ছেন শেহজাদ খান বীরকে নিয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ২০:০০| আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২০:২৬
অ- অ+

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গেলো মাসেই তিনি পাড়ি জমান আমেরিকায়। এরপর থেকেই গুঞ্জন ছিল, তার সঙ্গে যোগ দিতে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। যদিও যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই।

শেষ পর্যন্ত আর গোপন থাকলো না। রবিবার (৩ আগস্ট) নিউইয়র্ক থেকে একসঙ্গে তাদের দেখা গেল। শুধু একসঙ্গে দেখা নয়—ছবিতে ধরা পড়েছে রোমান্টিক মুহূর্তও।

বুবলী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে ১১টি ছবি প্রকাশ করেছেন। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। দেখা যাচ্ছে, ছেলে বীরকে সঙ্গে নিয়ে মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন তারা। কিছু ছবিতে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন শাকিব-বুবলী জুটি।

একটি ছবিতে দেখা যায়, বুবলীর হাত ধরে সবুজ ঘাসে হাঁটছেন শাকিব খান। আরেকটি ছবিতে বুবলীকে আলতোভাবে জড়িয়ে ধরে দূরে কিছু দেখিয়ে দিচ্ছেন তিনি। অন্য ছবিতে দেখা গেছে, বুবলীকে পরম মমতায় জড়িয়ে আছেন ঢালিউডের সুপারস্টার।

এই ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই মন্তব্য করছেন, “তাহলে কি আবার এক হলেন শাকিব-বুবলী?” কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “এবার কী করবেন অপু বিশ্বাস?”

উল্লেখ্য, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা এবং আরও কয়েকটি শহর ঘুরেছিলেন তিনি। দেশে ফিরে বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।” সেই সঙ্গে জানিয়েছিলেন, সুযোগ পেলে ছোট ছেলে বীরকেও এমন অভিজ্ঞতা দিতে চান তিনি।

দুই বছর পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন শাকিব খান। এবারের সফরে কিছুদিনের জন্য ছোট ছেলে শেহজাদকেও সময় দিচ্ছেন তিনি। এদিকে জানা গেছে, চলতি আগস্ট মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই জনপ্রিয় অভিনেতার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড 
সিরাজগঞ্জে ১৫৫৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 
শ্রীপুরে ২ মাস ২৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন
জনগণ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা