দিনব্যাপী ‘৩৬ জুলাই উদযাপন’

মঙ্গলবার বিকালে মানিক মিয়া উভিনিউতে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১৬:৫৪| আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৯:১৪
অ- অ+

আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে `জুলাই ঘোষণাপত্র’ ্পউপস্থাপন করা হবে। আজ রোববার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার ৫ আগস্ট বিকেল পাঁচটায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।’

আরেকটি পোস্টে বলা হয়, ছত্রিশ জুলাই— গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। এই উপলক্ষে দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

এই আয়োজন অর্থাৎ ‘৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে বেলা ১১টায়। বিভিন্ন অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সবশেষে রাত আটটায় থাকবে আর্টসেল-এর গান।

অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো সম্মত হয়েছে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউইয়র্কে শাকিব-বুবলী, সময় কাটাচ্ছেন শেহজাদ খান বীরকে নিয়ে
শাহবাগের সমাবেশ থেকে ৯ দফা দিল ছাত্রদল
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
এনসিপির ২৪ দফা নতুন বাংলাদেশের ইশতেহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা