গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা দগ্ধ

গাজীপুর মহানগরের পূবাইল থানার কামারগাঁও এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা-মা দগ্ধ হয়েছেন।
রবিবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় সাজ্জাদ মুন্সির তিনতলা ফ্ল্যাট বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রায়হান (৪ মাস)। অপর দগ্ধরা হলেন, নিহত শিশুর বাবা রিপন মিয়া (২৫) ও মা হাফিজা আক্তার (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, রিপন মিয়া ও হাফিজা খাতুন গত ১ আগস্ট ওই এলাকার সাজ্জাদ মুন্সির মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।
ঘটনার দিন ভোরে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর রিপন মিয়া পানি গরম করতে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পরিবারের তিন সদস্যই দগ্ধ হন।
পরে প্রতিবেশীরা আগুন নেভাতে এগিয়ে আসেন এবং দগ্ধদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
তবে হাসপাতালে নেওয়ার পর শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
দগ্ধ রিপন মিয়ার শরীরের প্রায় ৭০% এবং স্ত্রী হাফিজা খাতুনের প্রায় ৬০% পুড়ে গেছে বলে জানা গেছে। তারা উভয়েই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

মন্তব্য করুন