চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১৬:১২| আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৬:১৩
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী তানজিলা বেগমকে হত্যার দায়ে স্বামী মধু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়ার গ্রামের বজলুর রহমাননের ছেলে মধু মিয়া (৩৬)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে মধু মিয়া তানজিলাকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পরের দিন নিহতের ভাই জিয়ারুল বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক মো. আব্দুল মালেক তদন্ত শেষে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মধু মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষী গ্রহণ শেষে আজ বিজ্ঞ বিচারক আসামির উপস্থিততে এ আদেশ প্রদান করেন।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউইয়র্কে শাকিব-বুবলী, সময় কাটাচ্ছেন শেহজাদ খান বীরকে নিয়ে
শাহবাগের সমাবেশ থেকে ৯ দফা দিল ছাত্রদল
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
এনসিপির ২৪ দফা নতুন বাংলাদেশের ইশতেহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা