মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় হাতেনাতে তিন যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার ভোরে কাটাসুর এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভোররাতে টহলরত একটি সেনা দল কাটাসুর এলাকায় কয়েকজন কিশোর বয়সী ছেলেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে থামতে নির্দেশ দেয়। তাদের আচরণে সন্দেহ হলে সেনা সদস্যরা তল্লাশির চেষ্টা করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে লিটন মিয়া নামের এক যুবককে আটক করা হয়।
তার কাছে একটি লোহার ধারালো আংটা সংবলিত পাঞ্চ রিং পাওয়া যায়, যা গুরুতর আঘাতের জন্য যথেষ্ট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন স্বীকার করে, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যেই বের হয়েছিল এবং কেউ বাধা দিলে এই পাঞ্চ রিং দিয়ে আঘাত করত।
পরে তার দেওয়া তথ্যমতে রাতেই অভিযান চালিয়ে তার দুই সহযোগী—সাব্বির ও রাকিবকে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে একটি ধারালো সামুরাই ছুরি সহ গ্রেপ্তার করা হয়।
তিনজনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন