বগুড়ায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

বগুড়ার শাজাহানপুরে মসজিদে আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিন এবং শাজাহানপুরে মাটির দেয়াল ধ্বসে ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। রবিবার বগুড়ায় পৃথক দুটি ঘটনায় এই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— বুলু মিয়া (৬২)। তিনি নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে। তিনি ওই গ্রামের পুরাতন জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মাটির দেয়াল ধসে নিহত ব্যক্তি হলেন মো. কিবরিয়া (৫০)। তিনি রাজশাহীর বুধপাড়া এলাকার মৃত বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি প্রায় ১৮ বছর যাবৎ শাজাহানপুর উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকার ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
মুয়াজ্জিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজহারুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ফজরের আযান দেওয়ার জন্য বুলু মিয়া বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা দেওয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুয়াজ্জিনের লাশ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে শাজাহানপুরে মাটির দেয়াল ধসে ইলেকট্রিক মিস্ত্রি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ।
তিনি বলেন, শনিবার রাত থেকে বগুড়ায় ভারী বৃষ্টি শুরু হয় এবং সকালে এর তীব্রতা বাড়ে। অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির মাটির দেওয়াল ধসে ঘুমন্ত কিবরিয়ার ওপর পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত কিবরিয়ার রাজশাহীতে একমাত্র মেয়ে রয়েছে। সে রাজশাহীতে পড়াশোনা করছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

মন্তব্য করুন