শ্রীপুরে ২ মাস ২৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ২১:৩০
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে মফিজ উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যুর দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) সকাল দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়।

পরে দুপুর দেড়টার দিকে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।

মো. মফিজ উদ্দিন (৭২) বারতোপা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ মে সকালে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে পড়ে যান মফিজ উদ্দিন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মৃতের পুত্রবধূ পারভিন আক্তার গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়। অভিযোগ ওঠে, মৃত্যুর সময় ময়নাতদন্ত না করেই মরদেহ দাফন করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে আদালত কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়।

মফিজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন বলেন, আদালতের নির্দেশে আমার বাবার মরদেহ উত্তোলন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য যথাযথ প্রক্রিয়ায় কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থানের ৮ শহীদের গেজেট বাতিল
রাজবাড়ীতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অস্ত্র ও ককটেল উদ্ধার
একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থি : গণঅধিকার পরিষদ
ছাত্র-জনতা পরিবহনে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লাখ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা