ফ্লাইট এক্সপার্টের হেড অব ফাইনান্সসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১৪:১৩| আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪:৪২
অ- অ+

অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনায় সংস্থাটির তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—এজেন্সির হেড অব ফাইনান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ (৪০) চিফ অপারেটিং অফিসার কে এম সাদাত হোসেন (৩২)

রবিবার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফ্লাইট এক্সপার্ট ইস্যুতে বিপুল সরকার নামে এক গ্রাহক গতরাতে মতিঝিল থানায় জনের বিরুদ্ধে মামলা করেছেন। এরা হলেন–এমডি সালমান বিন রশিদ শাহ সায়েম (), এমডির বাবা এম রশিদ শাহ সম্রাট (), হেড অব ফিন্যান্স মো. সাকিব হোসেন (), চিফ কমার্শিয়াল সাইদ আহমেদ () চিফ অপারেটিং অফিসার কে এম সাদাত হোসেন ()

ওসি আরও বলেন, ঘটনায় এরই মধ্যে জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে শনিবার ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট হঠাৎই বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক টিকিট বিক্রেতা এজেন্সি, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন। ফ্লাইট এক্সপার্টের একাধিক কর্মকর্তার অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিকপক্ষ দেশ ছেড়েছে। এতে গ্রাহক সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে ২০১৭ সালের মার্চ মাস থেকে কার্যক্রম শুরু করে ফ্লাইট এক্সপার্ট। তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের প্ল্যাটফর্ম চালু করে। প্রতিষ্ঠার পর থেকে এটি খুব দ্রুত বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী নাম হয়ে ওঠে। তখন তারা দেশের ফ্লাইট টিকেটিং শিল্পে একটি বড় জায়গা দখল করে নেয়।

দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত ফ্লাইট এক্সপার্ট। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখা
মঙ্গলবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
জুলাই ঘোষণাপত্র জনগণের অধিকার: বাংলাদেশ ন্যাপ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা