রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পের কয়েকদিনের মাথায় আবারও ভূমিকম্পে কাঁপল রাশিয়া। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রবিবার (৩ আগস্ট) রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সংস্থাটি প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.৩৫ বলে অনুমান করেছিল, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ ব্যবস্থাও ভূমিকম্পটি ৭ মাত্রার ছিল বলে জানিয়েছে। এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার সকালের শক্তিশালী এ ভূমিকম্পের পর কামচাটকা উপকূলের একটি অংশে ১৯ সেন্টিমিটার (৭.৫ ইঞ্চি) পর্যন্ত সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন রুশ কর্মকর্তারা। এ খবর দিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
তবে কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ০ ছিল বলে জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
গত বুধবার রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।
১৯০০ সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ভূমিকম্পের রেকর্ড রাখা শুরু করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে যে ভূমিকম্পটি আঘাত হানে, বিধ্বংসী ক্ষমতা ও শক্তির নিরীখে সেটিকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে ঘোষণা করেছে ইউএসজিএস।
(ঢাকাটাইমস/৩ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন