কুবিতে শিক্ষক নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে তালাবদ্ধ করেন তারা।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, ‘আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে (২১ জুলাই) প্রশাসনিক ভবন তালা দিতে এসেছিলাম, তখন প্রশাসন আমাদের থেকে কিছুক্ষণ সময় চেয়ে নেয়। তারপর প্রশাসন ইউজিসির সাথে আলোচনা করে আমাদেরকে এসে জানায় যে গত বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে। কিন্তু, বৃহস্পতিবারের আমরা যোগাযোগ করলে প্রশাসন জানায় যে, ইউজিসি থেকে কোন সিদ্ধান্ত আসে নাই।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘ইউজিসিকে বারবার চিঠি দেওয়ার পরও আমাদের কোনো পদ দেননি। আমরা তো আর পদ সৃষ্টি করতে পারবো না। এইমাত্র একটি চিঠি এসেছে ইউজিসি থেকে সেখানে উল্লেখ করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে আগামী ৬ আগস্ট মিটিং আছে।’
এর আগে গত ২১ জুলাই বিভাগটির শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিতে এলে প্রশাসন ইউজিসির সাথে আলোচনার সময় সময় চেয়ে নেয়। আলোচনা পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এসে গত বৃহস্পতিবারের মধ্যে ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আসবে মর্মে আশ্বস্ত করেন। তৎক্ষনাৎ বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত না আসলে কোনপ্রকার পূর্ব ঘোষণা ছাড়াই প্রশাসনিক ভবনে তালা ঝুলাবেন বলে জানায় উপস্থিত শিক্ষার্থীরা।
(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

মন্তব্য করুন