আগে দেশে বসে ষড়যন্ত্র হতো, এখন হয় দিল্লিতে: শহীদ মিনারে তারিকুল ইসলাম

আগে বাংলাদেশের ভেতর থেকে ষড়যন্ত্র হতো, এখন সেই ষড়যন্ত্র হচ্ছে দেশের বাইর থেকে, বিশেষ করে দিল্লিতে বসে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
রবিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এনসিপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারিকুল ইসলাম বলেন, ‘যে দেশ গঠনের জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, সেই দেশ এখনো আমরা নির্মাণ করতে পারিনি। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। আগের মতো এখন আর দেশের ভেতরে বসে ষড়যন্ত্র হয় না, এখন ষড়যন্ত্র হয় দিল্লিতে বসে।’
তিনি আরও অভিযোগ করেন, দেশের মাটিতে বসে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সরকার তা জানতে পেরেছে ছয় মাস পর। এই বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে হবে।
বর্তমান সংবিধান প্রসঙ্গে তারিকুল বলেন, ‘আওয়ামী লীগের রক্ষাকবচ হিসেবে কাজ করছে বর্তমান সংবিধান। এই সংবিধান রেখে কখনোই ফ্যাসিস্ট নির্মূল করা সম্ভব নয়।’
তরুণদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, তরুণদের দাবায়া রাখা যাবে না। শেখ হাসিনাও পারেননি। তরুণরাই আগামী আন্দোলনের শক্তি হবে।’
এসময় দলের অন্যান্য নেতৃবৃন্দও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন