কক্সবাজারে উড্ডয়নের সময় উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ০৯:২২| আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:৩৬
অ- অ+

কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমানটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে ছিলেন বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।

বিমানবন্দর সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী বিমানটি যখন উড্ডয়নের জন্য রানওয়ে দিয়ে গতি বাড়াচ্ছিল, ঠিক তখনই একটি কুকুর দৌড়ে চলে আসে রানওয়েতে। মুহূর্তেই কুকুরটির সঙ্গে বিমানের ধাক্কা লাগে। পাইলট দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে উড্ডয়ন স্থগিত করেন এবং ফ্লাইট থামিয়ে দেন।

ধাক্কায় কুকুরটি ঘটনাস্থলেই মারা যায়। দ্রুত ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা রানওয়ে পরিষ্কার করে ফেলেন। এরপর বিমানের পাইলট ও গ্রাউন্ড ক্রু মিলে উড়োজাহাজের যান্ত্রিক অবস্থা পরীক্ষা করেন। কোনো ত্রুটি না পাওয়ায় রাত ৮টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে পুনরায় উড্ডয়ন করে।

বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা বলেন, “ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন এবং উড়োজাহাজটি এক ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছেছে।”

তিনি আরও জানান, “দিনের বেলায় কুকুরের আনাগোনা কম থাকলেও সন্ধ্যার পর আলো কমে গেলে রানওয়েতে কুকুরের বিচরণ বেড়ে যায়, এতে ঝুঁকি বাড়ে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। তবুও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না।”

বিমানবন্দরের এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিমান চলাচলের সময় রানওয়েতে বন্যপ্রাণীর প্রবেশ রোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

(ঢাকাটাইমস/৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
রাজসাক্ষী দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
১২ দিন পর খুলেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, স্মরণসভায় আবেগঘন মুহূর্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা