গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে ছাত্রদল

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশের মাধ্যমে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল। এজন্য জেলা, মহানগরসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ৯০টি সাংগঠনিক দল করেছে। সারাদেশ থেকেই নেতাকর্মীরা আসবেন।
রাজধানীর শাহবাগে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
একই দিন পাশাপাশি অবস্থানে দুটি সংগঠনের কর্মসূচি থাকায় সমাবেশে উপস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ছাত্রদল। দেশের বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে তারা নিজেদের সমর্থন ও শক্তিমত্তা দেখানোর প্রস্তুতি নিচ্ছে। এ জন্য কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারাদেশে সাংগঠনিক দল গঠন করা হয়। তারা দফায় দফায় বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। এসব বৈঠকে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।
ছাত্রদল প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি দেয়। কিন্তু সেখানে আগেই জমায়েতের ঘোষণা থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যত্র সমাবেশ করতে ছাত্রদলকে অনুরোধ জানায়। এতে সাড়া দিয়ে শাহবাগে সমাবেশ করছে ছাত্রদল।
এদিকে, সমাবেশ সফল করতে ছয় দফা নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে রয়েছে সমাবেশে কোনো ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আনা যাবে না। শুরু থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক ইউনিটকে থাকতে হবে। কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট এবং বাংলাদেশ মেডিকেল হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত পরিবহনকে চলাচলে সহায়তা করতে হবে। নেতাকর্মী বহনকারী কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না। সমাবেশ শেষে নির্ধারিত স্থান সংশ্লিষ্ট ইউনিটকে পরিষ্কার করতে হবে।
সমাবেশে চট্টগ্রাম নগরীর প্রায় আড়াই হাজার নেতাকর্মী অংশ নেবেন। এজন্য বাসের পাশাপাশি ২০ বগির একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩ আগস্ট/ জেবি)

মন্তব্য করুন