কন্যা সন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১৪:৪৪
অ- অ+

অভিনেতা শ্যামল মাওলা প্রথমবারের মতো বাবা হলেন। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তার কন্যাসন্তানের জন্ম হয়।

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে তিনি নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন। সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘এ নিউ স্টার কামস টু প্ল্যানেট। সেই সাথে জানিয়েছেন সদ্যজাত কন্যার নাম। নিজের নামের সাথে মিলিয়ে নাম রেখেছেন ‘সানাভ মাওলা’।

তিনি জানান, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা।

একসময় মঞ্চে কাজ করতেন। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় শ্যামল মাওলার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে। তাঁর ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ছবিটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে। পাশাপাশি নতুন আরেকটি সিরিজে অভিনয়ের কথাবার্তা চলছে।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখা
মঙ্গলবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
জুলাই ঘোষণাপত্র জনগণের অধিকার: বাংলাদেশ ন্যাপ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা