নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন

দেশপ্রেমিক মেধাবী দক্ষ সৎ গুণাবলিসম্পন্ন কর্মকর্তাদের নির্বাচনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১৬:৩৩
অ- অ+

বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীর সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই দুই বাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক এবং নৈতিক গুণম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা দিয়েছেন।

আজ রোববার ( আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন লে. কমান্ডার থেকে কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী বিমানবাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন।

অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নির্বাচনী পর্ষদ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্য, সব শ্রেণি-পেশার মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস, সংগ্রাম বীরত্বের কথা স্মরণসহ শান্তিকালীন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় প্রয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নানা সংকটে; বিশেষত ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তীতে দেশের নিরাপত্তা সংকটে দেশের জনসাধারণের পাশে দাঁড়িয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে উন্নয়ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে দেশের মানুষের ভালোবাসা পরম নির্ভরতা অর্জন করায় নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যদের সাধুবাদ অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।

আইাএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্রসম্পদের সংরক্ষণ আহরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রাণকেন্দ্র গভীর সমুদ্রবন্দরের ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অবদান এবং সার্বিকভাবে সুনীল অর্থনীতির বিকাশে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি দেশের সুনীল অর্থনীতির বিকাশে চলমান বিভিন্ন কর্মকাণ্ড, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (MIDA) প্রতিষ্ঠা, উপকূলীয় অঞ্চলের উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের আলোকপাত করেন এবং এক্ষেত্রে নৌবাহিনী বিমানবাহিনীর অবদানের কথা উল্লেখ করেন।

নৌবাহিনী এবং বিমানবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে যেকোনো রাষ্ট্রীয় সংকটে এবং দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে দাঁড়ানোর ধারা ভবিষৎতেও অব্যাহত রাখবে বলে . ইউনূস আশা ব্যক্ত করেন।

পরিশেষে, বাংলাদেশ নৌবাহিনী বিমানবাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক এবং নৈতিক গুণাবলিসম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পোঁছালে নৌবাহিনী-প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী-প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ তাকে স্বাগত জানান।

নির্বাচনী পর্ষদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী-প্রধান এবং বিমানবাহিনী-প্রধান শত কর্মব্যস্ততার মাঝেও নৌবাহিনী সদর দপ্তরে নির্বাচনী পর্ষদে সদয় উপস্থিতির জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানান।

নৌবাহিনী বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার সম্পৃক্ততা দিকনির্দেশনা নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যদের কর্মস্পৃহা মনোবল বৃদ্ধি করেছে বলে তারা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার মূল্যবান দিকনির্দেশনায় নৌবাহিনী বিমানবাহিনীতে নেতৃত্ব প্রদানে দেশপ্রেম, পেশাগত দক্ষতা, মানবিক অধিনায়কত্বের গুণাবলির মাপকাঠিতে দক্ষ উপযুক্ত কর্মকর্তা নির্বাচনের মাধ্যমে সুদক্ষ বাহিনী গড়ে তোলার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন বাহিনী-প্রধানেরা।

নৌবাহিনী বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সামরিক বেসামরিক ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করে নৌবাহিনী, বিমানবাহিনী বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহবাগের সমাবেশ থেকে ৯ দফা দিল ছাত্রদল
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
এনসিপির ২৪ দফা নতুন বাংলাদেশের ইশতেহার
আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদ আবুল হোসেন এখনো গেজেটভুক্ত হননি! দুর্দশায় পরিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা