জেনে নিন এশিয়া কাপ ক্রিকেটের পূর্ণাঙ্গ সময়সূচি

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঘোষিত সময় অনুযায়ী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া মাহাদেশে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে এবারের আসরে অংশ গ্রহণ করছে ৮ দল।
৯ সেপ্টেম্বর থেকে টুর্ণামেন্ট শুরু হলেও বাংলাদেশের লড়াই শুরু ১১ সেপ্টেম্বর। এবং ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর।
চারটি করে দল নিয়ে দুই গ্রুপে শুরু হবে গ্রুপপর্ব। সেখান থেকে চারদল খেলবে সুপার ফোরে, এরপর বিজয়ী দুইদল খেলবে ফাইনাল।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং
তারিখ ম্যাচ গ্রুপ সময় ভেন্যু
৯ সেপ্টেম্বর, মঙ্গলবার আফগানিস্তান-হংকং ‘বি’ রাত ৮টা আবুধাবি
১০ সেপ্টেম্বর, বুধবার ভারত-আরব আমিরাত ‘এ’ ৮টা দুবাই
১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ-হংকং ‘বি’ ৮টা আবুধাবি
১২ সেপ্টেম্বর, শুক্রবার পাকিস্তান-ওমান ‘এ’ রাত ৮টা দুবাই
১৩ সেপ্টেম্বর, শনিবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘বি’ রাত ৮টা আবুধাবি
১৪ সেপ্টেম্বর, রোববার ভারত-পাকিস্তান ‘এ’ রাত ৮টা দুবাই
১৫ সেপ্টেম্বর, সোমবার আরব আমিরাত-ওমান ‘এ’ সন্ধ্যা ৬টা আবুধাবি
১৫ সেপ্টেম্বর, সোমবার শ্রীলঙ্কা-হংকং ‘বি’ রাত ৮টা দুবাই
১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশ-আফগানিস্তান ‘বি’ রাত ৮টা আবুধাবি
১৭ সেপ্টেম্বর, বুধবার পাকিস্তান-আরব আমিরাত ‘এ’ রাত ৮টা দুবাই
১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার শ্রীলঙ্কা-আফগানিস্তান ‘বি’ রাত ৮টা আবুধাবি
১৯ সেপ্টেম্বর, শুক্রবার ভারত-ওমান ‘এ’ রাত ৮টা আবুধাবি
সুপার ফোর
২০ সেপ্টেম্বর, শনিবার বি১-বি২ - রাত ৮টা দুবাই
২১ সেপ্টেম্বর, রোববার এ১-এ২ - রাত ৮টা দুবাই
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার এ২-বি১ - রাত ৮টা আবুধাবি
২৪ সেপ্টেম্বর, বুধবার এ১-বি২ - রাত ৮টা দুবাই
২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এ২-বি২ - রাত ৮টা দুবাই
২৬ সেপ্টেম্বর, শুক্রবার এ১-বি১ - রাত ৮টা দুবাই
২৮ সেপ্টেম্বর, রোববার ফাইনাল - রাত ৮টা দুবাই(ঢাকাটাইমস/০৩আগস্ট/আরকে)

মন্তব্য করুন