সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১৫:৫৪
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কাকলি (৩৫)। কাকলির গ্রামের বাড়ি উপজেলার ইছাদিঘী গ্রামের আতিয়াপাড়া। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে জেলখানা মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পরপরই পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানায়, প্রতিবেশীর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিল মেহেদী হাসান। পুলিশের ভয়ে মেহেদী ও কাকলি একটি ভাড়া বাসায় থাকতেন। ছোটখাটো বিষয় নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রবিবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ঘরের মাংস কাটার ছুরি দিয়ে কাকলির শরীরে ও পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানায়, ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহবাগের সমাবেশ থেকে ৯ দফা দিল ছাত্রদল
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
এনসিপির ২৪ দফা নতুন বাংলাদেশের ইশতেহার
আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদ আবুল হোসেন এখনো গেজেটভুক্ত হননি! দুর্দশায় পরিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা