চুয়াডাঙ্গায় নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১৭:৪৫| আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৭:৪৬
অ- অ+

চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদীর পানিতে ডুবে রিমন হোসেন (৭) ও জুবায়েদ হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মুক্তারপুর গ্রামের নিকট ভৈরব নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন হোসেন মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার সজীব হোসেনের ছেলে ও জুবায়েদ হোসেন একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে। নিহত দুই শিশু স্থানীয় কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল শেষ করে রিমন, জুবাইদ ও রাব্বি তিন বন্ধু ভৈরব নদীর পাড়ে গোসল করতে যায়। নদীতে পাটজাগের ওপর উঠে তারা খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে রিমন পানিতে পড়ে ডুবে যায়। রিমনকে তুলতে গেলে জুবায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দৌড়ে বাড়িতে গিয়ে রিমন ও জুবায়েদের বাবা-মাকে খবর দেয়। তাদের পরিবারের লোকজন সহ স্থানীয়রা নদীর পানির নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, মুক্তারপুর গ্রামে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহবাগের সমাবেশ থেকে ৯ দফা দিল ছাত্রদল
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
এনসিপির ২৪ দফা নতুন বাংলাদেশের ইশতেহার
আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদ আবুল হোসেন এখনো গেজেটভুক্ত হননি! দুর্দশায় পরিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা