ঠিকাদার তালিকাভুক্তিতে ‘ক্যাটাগরি’ বাতিলের নির্দেশ গৃহায়ন মন্ত্রণালয়ের

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোতে ঠিকাদারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো শ্রেণিবিন্যাস (যেমন—এ, বি, সি ক্যাটাগরি) না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৯ জুলাই মন্ত্রণালয়ের উপসচিব ফরদা ইয়সামিন স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পত্রটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোতে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পিপিআর ২০০৮ অনুযায়ী ক্রয় ও সেবা কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পাদনের জন্য নতুন করে ঠিকাদারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির উদ্যোগ নিতে হবে। তবে তালিকাভুক্তির সময় কোনো ধরনের ক্যাটাগরি রাখা যাবে না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, ঠিকাদার তালিকায় শ্রেণিভিত্তিক বাধা থাকায় অনেক সময় দক্ষ প্রতিষ্ঠান কাজের সুযোগ থেকে বঞ্চিত হতো। এখন সে জটিলতা দূর হবে। এ নির্দেশনার ফলে সরকারি নির্মাণ, সংস্কার ও সেবা কার্যক্রমে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন