কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ২০:৫৯
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোটে মো. আলাউদ্দিন (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চান্দাশ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলাউদ্দিনের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। গুলির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, আলাউদ্দিন রবিবার দুপুরে তার চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা ওঁৎ পেতে ছিল। তাকে অস্ত্রের মুখে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরে প্রায় ১০ কিলোমিটার দূরে চান্দাশ এলাকায় নিয়ে গিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে ও গুলি করে সড়কের পাশে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে আনোয়ার হোসেন বলেন, ‘আমি খবর পেয়ে ওই সিএনজির পিছু নিই। চান্দাশ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মামাকে গুলি করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। সালাহ আহমেদ ও তার লোকজনই এ হত্যাকাণ্ডের জন্য দায়ী।’

এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সালাহ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে সালাহ আহমেদ ও আলাউদ্দিন মেম্বারের মধ্যে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এ নিয়ে একাধিকবার সংঘর্ষও হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন বলেন, ‘এ এলাকায় ২০-২৫ বছরের পুরোনো গোষ্ঠীগত বিরোধ রয়েছে। তবে আলাউদ্দিন মেম্বারকে কারা হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নেমেছে।’

ওসি ফজলুল হক আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সহিংসতা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্র-জনতা পরিবহনে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লাখ
দিনে ইউনূস, রাতে হাসিনা এই সংস্কার কমিশন দেশবাসী মানে না : যুব জাগপা
যশোরে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড 
সিরাজগঞ্জে ১৫৫৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা