সিরাজগঞ্জে ১৫৫৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

সিরাজগঞ্জ সদরে অভিযান চালিয়ে ১৫৫৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার রায়পুর (দক্ষিণ) এলাকায় অভিযান চালিয়ে পলিথিন ব্যাগ জব্দ ও জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।
তিনি বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ ও জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম ও সদর থানা পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন।
(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

মন্তব্য করুন