রাজবাড়ীতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অস্ত্র ও ককটেল উদ্ধার

রাজবাড়ী জেলার পাংশা থানার কুঠিমালিয়াট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।
রবিবার রাতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কুঠিমালিয়াট এলাকার আয়াত আলী (৫৫) নামের এক ব্যক্তির চায়ের দোকানের পূর্ব পাশে ঝোপের মধ্যে তল্লাশি চালায়। এ সময় একটি বাজারের ব্যাগে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ এবং তিনটি ককটেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন