উখিয়ায় সরকারি রাস্তা কেটে ফসলি জমি তৈরি

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ৩ নং ওয়ার্ডের হরিণমারা গ্রামে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা কেটে ফসলি জমিতে পরিণত করার অভিযোগ উঠেছে।
রবিবার (১০ আগস্ট) সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় পথচারীরা জানান, স্থানীয় আব্দুল জলিলের দুই ছেলে মেহের আলী ও রহিম আলী মিলে রাস্তাটি কেটে নিজের জমিতে মাটি ফেলছেন। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলেও তারা তা উপেক্ষা করে উল্টো এলাকাবাসীকে হুমকি দেন বলে অভিযোগ।
পথচারী স্থানীয় জব্বার জানান, ১০ ফুট চওড়া সড়কের প্রায় ২০০ ফুট জমিসংলগ্ন রাস্তা কেটে ফেলা হয়েছে। অবশিষ্ট অংশ দিয়ে হাঁটা এখন দুরূহ হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এ সড়কে নিয়মিত রিকশা-টমটম চলাচল করত। রাস্তা কাটায় ওই অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এ রাস্তা দিয়ে রিকশাতে করে কচি-কাঁচার স্কুল ছাত্রছাত্রীরা যাতায়তে মারাত্মক সমস্যা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশল অফিসের একজন কর্মকর্তা জানান, ২০১৫-১৬ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় মসজিদ সংলগ্ন থেকে সাত্তারের বাড়ি পর্যন্ত এই কাঁচা সড়কটি নির্মাণ করা হয়।
উখিয়া উপজেলা সদর রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জানান, সরকারি নির্মিত রাস্তা কেটে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১০আগস্ট/মোআ)

মন্তব্য করুন