এনআরবিসি ব্যাংকের রংপুর জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ২২:১৬
অ- অ+

উত্তরাঞ্চলের শাখাগুলোর কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণে রংপুরে এক টাউন হল মিটিং আয়োজন করে এনআরবিসি ব্যাংক। শনিবার (৯আগস্ট) রংপুরের একটি স্থানীয় হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জোনের অধীনে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ সভার সভাপতিত্ব করেন। এছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী ও রংপুর জোনাল প্রধান অসীম কুমার দাসসহ অন্যান্য ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, দেশের উত্তরাঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এনআরবিসি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি অনগ্রসর ও গ্রামীণ এলাকায় সিএমএসএমই (কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) খাতে ঋণ সুবিধা বাড়ানোর ওপর জোর দেন।

তিনি আরও বলেন, ঋণ প্রদানে স্বচ্ছতা বজায় রাখা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে কার্যকর ঋণ পুনরুদ্ধার এবং দায়িত্বশীল ব্যাংকিং অনুশীলনের মাধ্যমে ব্যাংকের আর্থিক সুস্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, এনআরবিসি ব্যাংকের মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের ফলে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হচ্ছেন এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তিনি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের গ্রাহকসেবা উন্নত করার নির্দেশ দেন এবং সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে গ্রাহকদের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞপ্তি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী জোনে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি-মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা
আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা.
শাহজালাল বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ৫ নির্দেশনা
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৭তম সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা