গাড়ির কাগজ না দেখিয়ে ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ, সহকারী কর কমিশনার ফাতেমাকে বরখাস্ত

গাড়ির কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় ঢাকা কর অঞ্চল-২৫–এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ঢাকা কর অঞ্চল-২৫–এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগম গত ১২ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে একটি প্রাইভেটকারে অবস্থানকালে লালবাগ থানাধীন ২৬ নং ওয়ার্ডস্থ পলাশী মোড় পলাশী-নীলক্ষেতগামী পাকা রাস্তার ওপর ডিউটি করাকালীন ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ফাতেমা বেগম গাড়ির কাগজপত্র সঠিক আছে মর্মে কাগজপত্র প্রদর্শন করতে অপারগতা প্রকাশ করেন। ট্রাফিক সার্জেন্ট পুনরায় গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বলায় ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুস খাইছে ইত্যাদি) গালিগালাজ করায় ট্রাফিক সার্জেট শাহা জামাল কর্তৃক তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় গত ১৩ এপ্রিল মামলা হয়।
এতে আরও বলা হয়, ফাতেমা বেগম, সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ঢাকা ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন–ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুস খাইছে ইত্যাদি) গালিগালাজ করেন যা ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩ (খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর দায়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী ফাতেমা বেগম, সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ঢাকাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএম)

মন্তব্য করুন