নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস

যুক্তরাষ্ট্রে শাকিব খান ও শবনম বুবলীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনার ঝড়। এই নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস কী প্রতিক্রিয়া জানান, তা নিয়ে কৌতূহল ছিল নেটিজেনদের মাঝে।
এই সময়ে অপু বিশ্বাসকে রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা যায়। সেখানে সাংবাদিকরা যখন সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রশ্ন করেন, তখন বেশ কৌশলী জবাব দেন নায়িকা। তিনি বলেন, “আমি ১৫ জুন যে স্ট্যাটাস দিয়েছি, সেটা দেখলেই বুঝবেন আমি কী ভাবছি।”
তবে এবার নিজের নীরবতা ভেঙে সরাসরি না হলেও ফেসবুকে একটি নতুন পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সোমবার (৪ আগস্ট) দুপুরে তিনি তার নতুন সেলুন ব্যবসা সংক্রান্ত একটি পোস্ট করেন।
এই পোস্টেই বোঝা যাচ্ছে, অপু এখন ব্যক্তিগত প্রসঙ্গে না গিয়ে নিজের পেশাগত জীবন নিয়েই ব্যস্ত থাকতে চান। তার এই ভিন্ন ভঙ্গির স্ট্যাটাসে অনেকেই তাকে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মন্তব্য করেছেন খোঁচাও।
মনিরা নামের এক অনুসারী লিখেছেন, “বিশ্বাস করেন, কালকে বুবলীর পোস্ট দেখে আমি কান্না করে ফেলছি। সবকিছু পেছনে ফেলে এগিয়ে যান। মানুষ অতীতে বাঁচে না, বাঁচে বর্তমানে।”
রোবেনা কাজী মন্তব্য করেছেন, “অপুর উচিত শাকিবকে মন থেকে মুছে ফেলা।”
তবে বেশিরভাগ অনুসারীই অপু বিশ্বাসের এই চুপ থাকা ও ব্যবসা প্রচারের কৌশলকে সমর্থন করছেন। তাবাসসুম আক্তার নামের একজন লিখেছেন, “সঠিক সময়, সঠিক প্রচার। অনেকেই অপেক্ষা করছিল আপনার কাউন্টার পোস্টের। অথচ আপনি সেই সুযোগে নিজের বিজনেস প্রমোশন করে নিলেন। এই প্রথম আপনাকে বুদ্ধিমানের মতো কাজ করতে দেখলাম।”
অপু বিশ্বাসের এমন স্ট্র্যাটেজিক মুভকে ভক্তরা বলছেন “ম্যাচিওর সিদ্ধান্ত”। অনেকেই বলছেন, “অপু এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী। হয়তো এটাই তার আসল জবাব।”
উল্লেখ্য, শাকিব-অপু-বুবলীর সম্পর্ক ঘিরে বারবার তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। তবে এবার অপু বিশ্বাস বুঝিয়ে দিলেন—তিনিও চাইলে আলোচনায় আসতে পারেন, তবে সেটি কাজের মাধ্যমে।
(ঢাকাটাইমস/৫ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন