পুলিশের জন্য সুখবর: বাড়ল ঝুঁকিভাতা, প্রকাশ হলো সরকারি গেজেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৫, ০০:০৬
অ- অ+

দীর্ঘ এক দশক পর বাড়ানো হলো পুলিশের ঝুঁকিভাতা। কনস্টেবল, নায়েক, এএসআই (সশস্ত্র ও নিরস্ত্র), এসআই, সার্জেন্ট এবং টিএসআই পদে কর্মরতদের জন্য সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০৮০ টাকা পর্যন্ত ঝুঁকিভাতা বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে প্রকাশিত এই গেজেটে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার। গেজেট অনুযায়ী, ভাতা বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

গেজেটে বলা হয়েছে, ‘২০১৫ সালের ৩০ জুন পুলিশ বিভাগের সংশ্লিষ্ট কর্মচারী সর্বশেষ যে পরিমাণ (টাকার অংকে) ঝুঁকি ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) আহরণ করতেন, সেই পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা (পদভিত্তিক) অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ২৮ জুলাইয়ের প্রজ্ঞাপন এবং ২০১৫ সালের ১৮ অক্টোবরের (০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৫৮.১৫.৮১)-নং স্মারক অনুযায়ী ভাতা হিসেবে পেতে থাকবেন। নতুন বেতনস্কেলের সঙ্গে ২০১৫ সালের ১ জুলাই বা পরবর্তী সময়ে বেতনের শতাংশ হিসাবে এই ভাতার হার বা পরিমাণ নির্ধারণ হবে।’

এতদিন পুলিশের কনস্টেবল, নায়েক, এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) এবং এসআই, সার্জেন্ট, টিএসআই ২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঝুঁকিভাতা পাচ্ছিলেন। সে হিসাবে ১০ বছর পর পুলিশের ঝুঁকিভাতা বাড়ানো হলো।

কনস্টেবল পদে ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এ ক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর তাদের ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে ৩০০ টাকা। এছাড়া চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ৩৬০ টাকা, চকরির বয়স ১০-১৫ বছরের ক্ষেত্রে ৪৪০ টাকা, চাকরির বয়স ১৫-২০ বছরের ক্ষেত্রে ৫০০ টাকা এবং চাকরির বয়স ২০ বছরের বেশিদের ক্ষেত্রে ৬০০ টাকা ঝুঁকিভাতা বাড়ানো হয়েছে।

এতে যেসব কনস্টেবলের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা বেড়ে হবে এক হাজার ৮০০ টাকা। এছাড়া চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ২ হাজার ১৬০ টাকা, চকরির বয়স ১০-১৫ বছরের ক্ষেত্রে ২ হাজার ৬৪০ টাকা, চকরির বয়স ১৫-২০ বছরের ক্ষেত্রে ৩ হাজার টাকা এবং চাকরির বয়স ২০ বছরের বেশিদের ক্ষেত্রে ৩ হাজার ৬০০ টাকা মাসিক ঝুঁকিভাতা নির্ধারণ করা হয়েছে।

পুলিশের নায়েক পদে চাকরি করেন যারা তাদের ঝুঁকিভাতা ৩৪০ টাকা থেকে ৬৮০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা ৩৪০ টাকা বাড়িয়ে ২ হাজার ৪০ টাকা করা হয়েছে। চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ঝুঁকিভাতা ৪০০ টাকা বাড়িয়ে ২ হাজার ৪০০ টাকা করা হয়েছে।

এছাড়া যেসব নায়কের চাকরির বয়স ১০-১৫ বছর তাদের ঝুঁকিভাতা ৪৮০ টাকা বাড়িয়ে ২ হাজার ৮৮০ টাকা, যাদের চকরির বয়স ১৫-২০ বছর তাদের ঝুঁকিভাতা ৫৮০ বাড়িয়ে ৩ হাজার ৪৮০ টাকা করা হয়েছে। যাদের চাকরির বয়স ২০ বছরের বেশি তাদের ঝুঁকিভাতা ৬৮০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮০ টাকা করা হয়েছে।

পুলিশের এএসআই (সশস্ত্র/নিরস্ত্র) পদে যারা চাকরি করেন তাদের ঝুঁকিভাতা ৩৬০ টাকা থেকে ৭৬০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা ৩৬০ টাকা বাড়িয়ে ২ হাজার ১৬০ টাকা করা হয়েছে। আর চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ঝুঁকিভাতা ৪৪০ টাকা বাড়িয়ে ২ হাজার ৬৪০ টাকা করা হয়েছে।

এছাড়া যেসব এএসআইয়ের চকরির বয়স ১০-১৫ বছর তাদের ঝুঁকিভাতা ৫৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ২৪০ টাকা, যাদের চকরির বয়স ১৫-২০ বছর তাদের ঝুঁকিভাতা ৬৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৪০ টাকা এবং যাদের চাকরির বয়স ২০ বছরের বেশি তাদের ঝুঁকিভাতা ৭৬০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৬০ টাকা করা হয়েছে।

পুলিশের এসআই, সার্জেন্ট, টিএসআই পদে ঝুঁকিভাতা ৫৪০ টাকা থেকে এক হাজার ৮০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে যাদের চাকরির বয়স ৫ বছর পর্যন্ত তাদের মাসিক ঝুঁকিভাতা ৫৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ২৪০ টাকা করা হয়েছে। চাকরির বয়স ৫-১০ বছরের ক্ষেত্রে ঝুঁকিভাতা ৬৪০ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৪০ টাকা করা হয়েছে।

এছাড়া যেসব এসআই, সার্জেন্ট, টিএসআইয়ের চকরির বয়স ১০-১৫ বছর তাদের ঝুঁকিভাতা ৭৬০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৬০ টাকা, যাদের চকরির বয়স ১৫-২০ বছর তাদের ঝুঁকিভাতা ৯০০ বাড়িয়ে ৫ হাজার ৪০০ টাকা করা হয়েছে। যাদের চাকরির বয়স ২০ বছরের বেশি তাদের ঝুঁকিভাতা এক হাজার ৮০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৪৮০ টাকা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোবাইল গেমিংয়ের নতুন যুগের সূচনায় এয়ারটেল-পাবজি অংশীদারত্ব
অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে ‘এ’ দল, অধিনায়ক সোহান
‘র’ নেটওয়ার্ক ফাঁস: বিভ্রান্তিকর প্রতিবেদন নিয়ে বিমান বাহিনীর কড়া প্রতিবাদ
জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা